রোদে র পৃষ্ঠায় পৃষ্ঠীয় লাগছে রং
বাতাসের চঞ্চলতা ছুটে যায়
সুয্যের শিরা উপশিরা তে
পথের পায়ে পায়ে সবুজ আলতা
কপালে নিলাকাশ টিপ
সময়ের পায়ে কাশ নুপুর
নদীর ঘাটে নৌকাদের পালখোলা
নির্ভিক চিল হয়েচুমু দেবে দিগন্তের মাটি
ঘরছাড়া পাখিদের গলায় আগমনী পত্রের ঝাঁপি
ধানমাঠে বাকদের মালা
আলোয় আলোয় প্রকৃতির চান
প্রকৃতি আমাদের মায়ের স্ত ন
স্বপ্নেরা গুরুর গাড়ি চড়ে ফিরছে ঘরে
গরুর গাড়ির চাকার শব্দে
লেখা হচ্ছেভাগ্যের চালচিত্র
জামগাছের কোকিল ভোর ভোর দরজা খুলে
মন কে পোশাক পরায়
আমাদের যাতায়াত পথে
জরা
ব্যাধি
মৃত্যু
প্রিতিদিন হারিয়ে যায় বাতাস
নিঃশাসের দরজা
আর
যারা হারিয়ে যায় ফিরে আসে না
শুধু ফেলে যায় পথ
আমারও হারায় ফেলি কি যেন
ছায়ার ঘুমাঘরে খুঁজে ফিরি
নাভিমুল না ওম
অনলায় তোলা থাকে পৃথিবীর রাং
মেঘেদের আয়না
রামধুনু হৃদয়ের পাখি পথ
আবার ফিরে ফিরে আসে পাখি পাখিদের ঘরবাড়ি
আগমনী আমন্ত্রনে