বিকিয়ে যাচ্ছে জমি আর
শ্যামল হাতছানি।
মরতে মরতে খাঁড়ার ঘা
লোভের সাথে ভাব জমিয়ে
মস্ত করে হাঁ,
আকাশটাও চুরি করে
হাই তুলছে বেওসা,
বুকের মধ্যে ধুকপুকানি
আঁ মোলো কি যে ওর মূল্য
বদখত এক প্রাণী।
চামড়া-পোড়া গন্ধে
শ্মশান জুড়ে হায়না,
দাঁত খিঁচিয়ে প্রতিদিনে
কি যে তার বায়না,
এলেম আছে বহুত খুব,
হাওয়ায় ভরে পকেট
উৎরাইতে হাঁটা সহজ
সবাই করে মান্য।