আল্লা আর ভগবানের আছে নাকি জাত,
এসব কথা ভেবে ভেবেই কবি কাটান রাত!
একই কারিগর বানায় দেখি মসজিদ-মন্দির,
একই মসলায় তৈরি হয় এদের ভিত্তি-প্রাচীর।
বুঝিনাতো লড়াই কিসের, মন্দিরে-মসজিদে,
ধর্মের দোহাই দিয়ে আমরা মরি মিথ্যে জিদে!
একই সূর্য একই চন্দ্রের আলোয় কাটে রাত,
একই আকাশ একই বাতাস কোন নেই তফাৎ!
এক সে গাড়ির যাত্রী সবাই, রাম রহিম শ্যাম,
চালান সেই একই চালক,ড্রাইভার তার নাম।
কোথায় গাড়ি, কোথায় ইঞ্জিন, অদৃশ্য ড্রাইভার
নিশ্চিন্তে নিয়েছেন যিনি সব যাত্রীদের ভার।
একই তালে চলছে গাড়ি, চলছে দিবারাত্র,
অদৃশ্য সেই ড্রাইভারের নাম ভিন্ন ভিন্ন মাত্র।