সমান্তরাল সুখ পেতেছি , রেললাইনে মায়া
সমান টানে এ মন রাজি , তোর মনে প্রচ্ছায়া ।
প্রস্থে পরম পাশাপাশি , ভীড় দুপুরেও প্রেম
ফাঁক রেখেছি বীজ আষাঢ়ে , তাই হেমন্তে হেম ।
চলতে চলতে জমতে পারে শরীর জুড়ে ঘাস
অকুতোভয় মনের ভিতর , মনেই সহবাস ।
অপাপবিদ্ধ দৃষ্টি ছুঁলে ফুটবে চোখে জুঁই
সীমান্তহীন নীলাম্বরী , থাকবি পাশে তুই !
এক পৃথিবী যুদ্ধ শোকে শতাব্দী যায় ভেসে
অন্তমিলে বাঁধবো দু’ মন , তুলবো ভালোবেসে ।
ডুবতে পারি লক্ষ্যভেদী পানকৌড়ির শ্বাসে
সমান্তরাল শান্তি যেন থাকে সে প্রশ্বাসে ।