হিম পরশে শীতটা আসে
হিমের চাদর গায়,
ঠক্ ঠক্ করে কাঁপে সবে
সহন করা দায়।
শীত এলে যে গরিব দুঃখীর
মনে ভীষন ভয়,
গরম পোশাক নেই যে তাঁদের
শীতকে করতে জয়।
শিশির ভেজা ঘাসের বুকে
ঝরে পরে ফুল,
দেখলে সবার মন ভরে যায়
খুশির নেইকো তুল।
শীত কুয়াশা গায়ে মেখে
শিউলিরা বায় গাছ,
খেজুর রসে ভরা হাঁড়ি
দেখে খুশির নাচ।
ধনীর গায়ে গরম জামা
ভালোমন্দ খায়,
ছেঁড়া কাঁথায় গরিব দুখী
কাঁপে শীতের বায়।