তোমারই জন্য আজ আছি প্রতীক্ষাতে,
গোলাপ রজনীগন্ধায় এ সোহাগ রাতে।
মনের মাধুরী মিশে আছে এই প্রেমে,
কাটাবো তোমার সাথে নিদ্রাহীন যামে।
কত কথা জমা আছে অন্তরে আমার,
আজ রাতে খুলে দেবো মনের দুয়ার।
ভালবাসি ভালবাসি বলে বারবার,
পরাবো তোমাকে বধূ এই কণ্ঠহার।
অলক্ত রাঙানো ওই সিঁদুর তোমার,
অপলকে দেখাতে যে বিস্ময় অপার।
নিশি ফুরানোর আগে চোখে নামে ঘুম,
আশ্লেষে জড়িয়ে তবে ক্লান্তি উপশম।
এ রাতের স্মৃতি বুকে কাটাবো জীবন,
সোহাগে আদরে যেন ভরে প্রাণ মন।।