আমার একটা বিশুদ্ধ ‘তুমি’ চাই…
আড়মোড়া ভাঙা ভোরে মায়ের ঠেলানিতে
“চল উঠে পড়তে বোস”শুনে চোখ রগড়ানো
ঘুম ভাঙা সকালের বারান্দা থেকে
দেখতে পাওয়া উদাস নিষ্পাপ চাহনির
টিউশানি পড়তে যাওয়া বিশুদ্ধ ‘তুমি’ !
কখনো নচিকেতার সেই নস্টালজিক গান,
“লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম” পরিহিতা মনে গাঁথা তুমি ছবির স্থায়ী ছাপ,
তুফান তোলে মনে ,বাদশাহী হৃদয়
আড়ালে দেয় “দিল মাঙ্গে মোর” রব।
মনে গাঁথা তুমি ছবির ঝলক ঢেউ তোলে পাতা উল্টানো কেশব নাগের অঙ্ক কষা আমি’র হৃদয়ে।
কল্পনায় ভাসতে ভাসতে ছুটি
লতাপাতা জঙ্গল,ছায়া রোদ ,মাঠ-ঘাট,অলস জলাশয় পেরিয়ে ফড়িং ধরে সুতোয় বেঁধে অদ্ভুত
শিহরণে ওড়ানোর নেশায়,ছুঁয়ে আসি
তোমার নাকছাবি নীল পাথর।
ভাবুক আমিকে আষ্টে পৃষ্টে বাঁধা “তুমি” ফিরছো জানান দিল ন’-টার ঢঙ ঢঙ দেওয়াল ঘড়ি…,
এই বুঝি চৌরাস্তা লাগোয়া গলি থেকে ঝাঁকে ঝাঁকে সাইকেল স্রোত ,বিধু মাস্টারের পড়ানোর
ব্যাচের ছুটি ঘোষণা করে….!
“এটুকুই তো চেয়েছি, তবুও পাবো না কেন…”
ভাবনার অভিমানি মন ,ছাদের টবের মাটি
আলগা করার কাজে লাগায় উসখুস আমি কে !
চঞ্চলা বাতাস,কানে ফিসফিস করে বলে যায়, তোর একটা ওই দুষ্টু মিষ্টি বিশুদ্ধ “তুমি” চাই..!
ঘাড় নেড়ে সহমত জানানোর ফাঁকেই ,
গভীর,নিটোল সুখ শিড়দাঁড়া বেয়ে শিহরিত করে,
ঐ তো আমাদের দরজার সামনে, বন্ধুদের সাথে কথা বলার অছিলায় দাঁড়িয়ে আমার বিশুদ্ধ”তুমি”
যেন আমারই অপেক্ষায় যুগ যুগ সাধনায়
জন্ম জন্মান্তরের দেওয়াল লিখনে।