সুন্দর আয়োজন ;
ঝকঝকে আলো , বাবুদের নিমন্ত্রণ
ওখানে ঠাঁই নেই আমার ;
আমি যে মস্ত চামার
আমিতো আসলে যদিও নই চামার
খুবই কষ্ট করে চালাই সংসার ।
ভালোবাসি পুজো , ভালোবাসি ঈশ্বর ,
ভালোবাসি মানুষ ।
ওদের প্রয়োজনীয় চাঁদা দিতে পারিনি বলে
জনসমক্ষে আজ হলাম অমানুষ ।
ঈশ্বর কি লিখে গিয়েছিল আমাদের অন্তরে ?
লুটেপুটে নিবে তোমরা যেখানে পাবে যাহারে !
গরীব হওয়াও এখন
আলোর রোশনাই উজ্জ্বল কলঙ্ক ,
বেঁচে থাকাটা বোঝা হয় মাঝেমাঝে ,
বিকলাঙ্গ । আমি এক বিকলাঙ্গ
আমার চোখে আমি হাসলে ; ঈশ্বর হাসবে ,
আমি কাঁদলে ঈশ্বরতো কাঁদে না !
অথচ উল্লাস করে গান বাজবে ,
নিমন্ত্রিতরা মন খুলে হাসবে ।
শিক্ষিত মানুষের অহেতুক অকারণ
অর্থের বিলিকরণ , লোভের তৃষ্ণার বাতাবরন
অভাব রয়েছে হয়ত কোথাও
থাকে যাতে শ্রদ্ধা জ্ঞাপন ।