এ গোধূলি নয় তো প্রত্যাশিত ,জাগায় হতাশা
মরমে মরে প্রেম অনভিপ্রেত অনন্ত যাত্রায়
হৃদয় ভরা ছিল তার সোহাগে মাখানো হাসি
ধ্বর্ষ নিশীথে ছিঁড়েছে তারে আজ সে বাসি।
মেতেছিল হওয়া খুশির তোলপাড়ে
ক্ষত চাঁদ ভুলে ছিল ব্যথা জোছনা ছড়াতে
তুফান এসে মিথ্যা ভালোবাসে –
ঠকালো শেষরাতে হিংস্র অভিলাষে ।
সবুজ পাতা যেন খসে পড়ে অকালে
কামাঘাতে মর্মর ধ্বনি সহসা হৃদয় ভাঙ্গে
সাজানো নীড়খানি কালো মেঘে ছায়
বিশ্বাস কেঁদে ছোটে বলে হায়, হায় ।
পাহাড় শীর্ষে দাঁড়িয়ে দেখি বঞ্চিতের রক্তচক্ষু
প্রতিবাদীর দৃঢ প্রত্যয় সংঘাত অবশ্যম্ভাবী
সূর্যদীপ্ত সকাল আজ দৃঢ় প্রতিজ্ঞায় অনড় –
ডিঙ্গায় মিছিল রক্তাক্ত পায়ে জ্বলন্ত প্রান্তর।