এতো যে বঞ্চনা সয়ে ,সয়ে পরন্তু বেলায়
অহেতুক কাটাই,যৌবনের ধর্ম পোড়াই
মেরুদন্ডহীন ভাবে নিভৃতে ,নীরবে
তবুও বোধহীন নির্নিমেশ –
সমর্থিত যারা – অজান্তে রোগ ছড়াচ্ছে গুজবে ।
রেগে কেউ কেউ চাপা রাগে হাত-পা ছোড়ে-
চোখ মটকায়, রোষানলে ,
বুদ্ধিমান সকাল সব কিছু কাড়ছে ছলেবলে ।
প্রোপগন্ডা বিভেদ,হিংসার রসাতলে।
কেউ বলে ওরে চুপ কর,ধৈয্য ধর,
কেন অজান্তেই খুঁড়ছিস নিজ কবর?
যার যতটুকু প্রাপ্য নেওয়া সাজে
পরিচয় মেলে আপনার কাজে।
এতযে লোভ হবে কিকরে ভোগ
ভেবেছিস পরে আছে কত দুর্ভোগ ?
ধর্মের কল বাতাসে নড়ে
শেষে মরিস না যেন ঝরে পড়ে।
কাম ,,ক্রোধ ,বাসনা ,সুন্দরী ললনা
অর্থের মোহ পদস্খলনের ছলনা
নারীই নেই হরি,তৈরি পাপের সিঁড়ি-
” অতি চালকের গলায় দড়ি ” ।