কাউকে যদি ভালোবাসো শর্ত রেখো না,
ভালোবাসা বাঁচিয়ে রেখো বাঁধন রেখো না,
যদি কলম এগিয়ে চলে গল্পে বা কবিতায়
সাদা খাতা একান্ত মনের কথায় ভরে যায়,
যত ব্যথা অন্তরে প্রকাশিত নতুন ভোরে।
যদি মনে গান আসে গাও প্রাণখোলা সুরে
ব্যঙ্গ বিদ্রুপ সহজে করো উপেক্ষা অন্তঃপুরে,
সহজিয়া হোক মন যতই হোক তার রক্তক্ষরণ
জীবন চলুক আনন্দে বাঁধন নিষ্প্রয়োজন।
প্রতি মুহূর্তে নতুন সৃষ্টি কেন ডাকে নতুন ভোরে।