ভিখারী বোঝেনাকো কিবা দোষ তার ,
পূজারীর ভর্ৎসনা কেন বার বার !
ক্লান্ত সে দেহ নিয়ে মন্দিরের দাওয়াতে…
ঘুমিয়ে পড়েছিল নির্মল হাওয়াতে ।
পূজারীর চিৎকারে ভিখারীর ভাঙে ঘুম,
তেড়ে আসে পূজারী,ক্রোধাগ্নির একি ধুম !
সেতো কিছু বোঝে না, কিবা দোষ তার…
পূজারীর কাছে এসে, শুধায় বার বার ।
কি দোষ গোঁসাই, আমি করেছি গো ভাই…
দোষের যা সাজা দেবে, স্বীকারিব তাই,
ক্ষেপে বলে গোসাই..” আস্পর্ধা বড় তোর,
চুপ কর নীচে জাতি, তুই ব্যাটা মহা চোর !
দেবতার স্থান হেথা ,তোর হেথায় স্থান নাই,
পা হেথা বাড়িয়েছিস, দুঃসাহসের সীমা নাই”
শুনেছি তো সব স্থানে ঈশ্বরের বাস হয়…
এই পা রাখি কোথা, যেথা ঈশ্বরের বাস নয়!
দিশাহারা ভিখারী, বিস্ময়ে ভাবে সে….
দেবতার নামে করে ভন্ডামি মানুষে ॥