সকালের ফিঙে রোদ নেচে নেচে ক্লান্ত তবু
বিকেল বন্দরে তা তা থৈ আমাকে ভোলায় ।
জন্মলোভী বৃষ্টিভ্রুণ মেঘের জরায়ু ছেড়ে
বেসামাল ভর করে আমার মগজে ।
আমি আবারও হামাগুড়ি দিতে দিতে
প্রশান্ত প্রেমিকের কাছে পৌঁছোই ।
সমবয়সী বহুবীজের বৃক্কজরার একই শুনানি ,
বদ্ধ বেঞ্চে বসে আমাকে শোনাতে চায় ।
চারপাশে হাঁসফাঁস ফিসফিস ফিসফাসে
ধিকিধিকি ক্লান্ত আগুন ।
আমি এক প্রমত্ত বল্কল বনচারী ,
মনের ভিতরে মনে সময় চুরির দায়ে
সংশয়ী সংসারে স্বয়ং বিচারাধীন বিমুক্ত রয়েছি ।