টিয়া পাখি খাঁচায় বন্দি
দাপাদাপি শুনেছি রোজ।
বনে তাকে যেতেই হবে
পাবে মায়ের বোনেদের খোঁজ।
খাঁচা থেকে মুক্তি পেলে
উড়ে যাবে অরণ্যের দেশ।
গাছপালাতে ভর্তি সেথায়
দেখতে লাগে বনানী বেশ।
ছোট্ট বেলায় পথ হারিয়ে
ঠোকরাচ্ছিল বিহঙ্গ চিল।
সবুজ কোথায় চলে গেল
চারিদিকে জলাশয় বিল।
খোকা বাবু বলেন তখন
আমার বাড়ি এক্ষুণি চল।
তোর সঙ্গেতে রোজ সকালে
খেলব আমি প্লাস্টিকের বল।
টিয়া তখন প্রাণের ভয়ে
খোকার সঙ্গে বাড়িতে যায়।
স্বাধীনতা চলে গেল
এবার ছেড়ে দিবি তো ভাই।