উড়ছে দেখ রঙিন ঘুড়ি
সুতো লাটাই নিয়ন্ত্রণে
প্রেম পত্র হলো চুরি
ফুলের কলির আমন্ত্রণে
চাঁদের দেখা মেলেনি তাই
মুখ লুকিয়ে তোমার বুকে
দুহাত ভরে যুঁইয়ের মালা
পরিয়ে দিল আমার গলে
মাধবী কুঞ্জের সমীরণ
ওলির ধ্যান ভঙ্গ করে
আকাশ মাঝে উঠলো ঝড়
পাহাড় বুকে বৃষ্টি নামে
নামছে ধস ভাঙছে মাটি
গলছে প্রেমের আলিঙ্গনে
সুজন মাঝি আয় না চলে
বাইতে হবে প্রতিকূলে
দুজন মিলে জীবন তরী
কষ্ট করেও সুখে বায় রে