আমি তো আড়চোখ দেখতে পছন্দ করিনা
বেঁকে থাকিনি কোনদিন ,থাকবো না
তাই সোজা তাকাই তোমার দিকে।
আমি তো চুরি করাটাকে ঘৃণা করি-
তাই আমার দৃষ্টি সোজাসুজি তোমায় বিদ্ধ করে
প্রশংসায় উদ্বেলিত হয় ।
যদিও সত্যের খুব অপযশ, অগ্রহনীয়।
আজ যদি তোমায় কামনা করি সত্যে –
ভালোবাসার বিশ্বাসে একমুঠো বসন্ত দেবে অনায়াসে ?
গোধূলির ছায়ায় আমার আজীবনের অপেক্ষারা
প্যালেটে ঢেলেছে রং সাদা ক্যানভাসে –
ঐমুখ,বুক,নিতম্ব আর এক আকাশ প্রেম কায়া হবে তুলিতে।