ঠুনকো জীবনের একমাত্র স্বপ্নের অভিপ্রায় খুঁজে ফিরি মোহনায়, দুর্ভাগ্যের দুয়ারে সৌভাগ্যের কড়া নাড়ার শব্দ
চিরায়ত বর্জ্য।
স্পর্শের ভাঁজে ভাঁজে অনুভূতির রত্নগুলো আজীবন তন্দ্রাচ্ছন্ন পাপড়ি ঝড়া ফুলের মতো নিঃশ্বাসে বেঁচে থাকে,
অতীতকে সঙ্গী করে ভালোবাসার পদচিহ্ন রূপে হৃদয়ের গভীরে ঘুরে ফিরে আসে বারবার রিক্ততার কন্ঠে কিম্বা অব্যক্ততার দ্বন্দ্বে—
তবুও হারানোটা একান্ত,
কিছু চাওয়া থেকে যায় অবশিষ্ট জীবনের জন্য ভোরের আলোর আঁচ কেটে,
কিছু ব্যাথা থেকে যায় একলা ঘরে মাথা নিচু করে
এক নতুন সকালের আগমনে।