কিছু কথার ভেতর লুকিয়ে থাকে
আরো আরো কিছু কথার শ্বাস।
সরাসরি দেখতে না পেলেও
ওরা উঁচিয়ে থাকে মুখ।
ওদের বিপুল দেহে ডোরাকাটা দাগ
যেন সোঁদরবনের প্রতিভূ,
নজর এড়িয়ে নজরানা দেয় মনকে
ধীরে ধীরে গড়ে সুন্দর আবাস।
এমন কিছু কথাই জঞ্জালের স্তূপ ছেড়ে
জায়গাটি নেয় ঠিক বেছে,
আলো থেকে অন্ধকারে তবুও থাকি যেতে
যথার্থ অস্তগামী-নিয়মে,
বারমুডা ট্রায়ঙ্গেলের ঘোরপ্যাঁচে হাবুডুবু সময়
অশান্তির বর্শাঘাতে দুরমুশ হতে থাকে
অথচ পালাতে চাই ত্রিসীমানা ছেড়ে
যেখানে কথার কুৎসিত তর্জন-গর্জনে হৃদয়
হবে না খান্ খান্ খান্,
বিজন বনস্থালীর প্রকৃতরসে কিয়দক্ষণ মজে
তুলেই নেব প্রিয় সম্পদটি
এবং জারুল পাতার ফাঁকে পাখীটির ডাক শুনে
ভাবব, ওরাও বলে কথা কিন্তু জাল পাতে না।