আড়মোড়া ভাঙছে নোনা জল,
তীব্র শব্দক্ষেপে আছড়ে পড়ে বেহিসেবী নিরুদ্দেশে,
যে বাঁকে লুকিয়ে আছে সুখের বালিয়াড়ি-
অন্বেষণে খোঁজে তার ভগ্নাংশের কৌশল……
স্রোতের মুখে জমে আছে
গভীর ক্ষত,
মৌনতায় ভেসে আসে প্রতীক্ষার খড়কুটো,
ইচ্ছে বেমালুম খাবি খায় আকাশ জুড়ে ভোকাট্টা হয়ে,
সম্মোহনী সময়ের দীর্ঘ ছায়া মিলিয়ে যায় মনবীথির অন্তরালে।
চোখের কোণ ছুঁয়ে স্পর্শকাতর বানভাসি ভাঙন,
অপেক্ষার ক্ষরণ এতদিন সামলেছে বাষ্পীয় অন্তরালে,
মনের মানচিত্রের বিন্দু বিন্দু বসন্ত বাতাস ছুঁয়েছে উষ্ণতায়,
হলদেটে উচ্ছ্বাস মাখা অনুভূতির রঙে এখন রক্তিম অনুরাগের ছোঁয়া।
অবিরাম দাঁড় টেনে চলে মোহনার কাছাকাছি,
হিসেবের ভাগফল জরীপ করে ভাঙাগড়া নিখুঁত উচ্চারণে……