শব্দেরা চুপ চাপ পথ হাঁটে
কত কথা নীরবতায় বলে যায়,
বুদ্বুদ তোলে মনে গুঞ্জন,
বাতাসও বলে কানে,কথা শোন।
শূন্যতা যেনো দেখি,পিছু ধায়,
অশান্তি,অহর্নিশ খাবি খায়।
এ জীবন সংগ্রাম,একাকির..
বাঁধ ভাঙা এ হৃদয়,চৌচির!
তবু তুমি-আমি,মাতি দিন পালনে
ভালোবাসা ছ্যাঁকা খায় উনানে..
হাঁড়ি ভরে, চুঁইয়ে পড়া আবেগে
হৃদয়ের দোষ কি,ধাবমান স্ববেগে।
অভিমান রাঙায় ওই লিটমাস,
কার বুকে সুখ খোঁজো বারো মাস!
দিন আসে,দিন পার আড়ালে,
স্মৃতি হয় তোলপাড়,প্রিয়া তুমি হারালে।