হয়ত কোন দিন আর ফিরে আসবে না—
শ্যামলা গরুর পাল- গাঁ গেরাম গেরস্থালি,
পানা পুকুর, হা হা করা পথরেখা।হয়ত
স্বপ্নের থেকে আরেক স্বপ্নেতে প্রবেশ করব
না আর, হয়ত হারিয়ে গেছে সমস্ত দুপুর—
উন্মুক্ত বাতাস, মেঘের মিনার তলে শ্যাম
দুর্বাদল বন।
তোমার লেখা চিঠি ভূল ঠিকানায়, দুবছর
আগে, আজ ফিরে এল, এখন কেউ চিঠি
লেখেনা- তবু ত লিখেছ, ফিরিয়ে দিয়েছ
আমার কৈশোর, যৌবন—অরণ্যের প্রান্ত ঘেঁষে
পথের রেখা- কাল তোমার নিমন্ত্রণ।