ভোট আসে বারবার,
আমরা প্রতিশ্রুতির বন্যায় ভাসি,
একটু সুখ ও সুদিনের আশে বুক বাঁধি,
হাজারো না পাওয়ার বেদনা নিমেষে ভুলি।
ভোট যথারীতি চলেও যায়,
আমরা প্রতিশ্রুতির খরায় ক্লিষ্ট হই,
দোষারোপ করি মন্দ কপালের,
বুক বাঁধি আসছে বার হবেই হবে।
ভোট আসে সুশাসনের বার্তা নিয়ে,
সবার এতো সুশাসনের নমুনা দেখি,
ভুলতে বসি সুশাসন খায় না মাথায় দেয়,
আমরা আজীবন বোকা বনেই থাকি!