মাঘের শেষে ফাগুন এলো
মৃদু মন্দ হাওয়া
কোকিল ছানার কুহুতানে
আনন্দতে খাওয়া।
গাছে গাছে রঙের ছোঁয়ায়
ধরা যেন হাসে
বাতাসে যে মধুর দোলা
খুশিতে মন ভাসে।
আমের ডালে চেয়ে দেখি
মুকুল শত শত
লাল পলাশের রূপে যেন
পাগল হচ্ছি তত।
কি়ংশুক শিমুল বনে যেন
লাল কুসুমে ঢাকা
ওই বসন্ত জাগে দ্বারে
আবীর খেলেন কাকা।
গাইছে অলি ভনভনিয়ে
পলাশ গাছের পাশে
আবীর খেলায় মত্ত থাকি
প্রকৃতি মা হাসে।