কি লিখব আমি ?
পেন হাতে নিয়ে কেটে যায় আমার মুহুর্তেরা
এক কলম ও কেনো লিখতে পারলাম না ।
অবাধ্য কিছু শব্দ ঘুরে বেড়াল আমার খাতা ময় ।
যতই গোছাতে চাই এলোমেলো হয়ে যায় ,
এ তো আর খেরোর খাতা নয় , যে মুখস্ত করা হিসাব
চাল ডাল তেল নুন ঝাল লিখে জমা দেব ।
এখানে রঙ দিতে হয় , লাল নীল হলুদ সবুজ
অথবা সূর্যের সাত রঙা কিছু শব্দ আঁকতে হয় ।
একটা নতুন সকাল আলোকিত করা কিছু শব্দ চাই
কিন্তু পারলাম কৈ !
প্রেমহীন বীভৎসতা প্রতি পাতায় পাতায়….
প্রতিবাদ করতে পারলাম কৈ ।
রান্না ঘর থেকে শোবার ঘর
এই তো গতি পথ
অক্ষ – দ্রাঘিমা রেখা নেই , নেই কোনো বিষুব অঞ্চল ।
অবস্থান আমার আমি ভুলে গেছি….
কালের যাত্রা পথে
সংসারের এই চার দেওয়ালে মাঝে
জীবন চলে একই গতে ।
মুদির হিসাব , বাজারের থলে সবার অভিযোগ
কেটে যায় জীবন বেহিসাবি মতন
তবু টেনে চলি সংযোগ ।
একমুঠো নীল যদি পাওয়া যেত
তবে মুছে যেত সব হাহাকার
মাসের সবুজে মিশিয়ে দিতাম চাওয়া পাওয়া আমার
চোখের জল চোখেতে শুকায়
তবু অবশ অগ ঢাকি ,
জীবনের সাথে বাজি লড়েছি
মৃত্যু কে দিয়ে ফাঁকি ।
অনবদ্য সৃষ্টি । মুগ্ধতা একরাশ ।
ভাল থাকুন সুস্থ থাকুন
লেখার থাকুন।
♥️♥️❤❤♥️♥️