বিশ্বায়নের আলোয় আর ধ্বংস হতে চলা ওজোনের ছিদ্র দিয়ে প্রায় দেখি
দেখি মহাকাশের অতিপ্রাকৃত দৃশ্য।
অনেকেই রাগ করে, ছিদ্রটা আরেকটু বড়ো হলে বেশ হতো
তাই মনের সুখে বিষবাষ্প ছড়াচ্ছি প্রকৃতি জুড়ে।
পাঁচ টাকার প্যাকেট বিস্কুট আর কেউ খায়না
পকেটে কুড়ি টাকার নোট নিয়ে নিমাই পাগলা আজ রাজার রাজা,
রাস্তার পাশে বস্তিতে মা হয় অনেকেই, কিন্তু বাবা নয় কেউ।
ক্লীব আর নয় কেউ, হিংস্র নেকড়ের চেয়েও ভয়ঙ্কর আজ ছদ্ম পৌরুষ,
এমনি করেই চলছে দুনিয়া দুর্বার গতিতে বনবনিয়ে
ননীর মতো উৎকর্ষতা ফেলে ঘোল নিয়ে আমোদ করছে সবাই,
অক্টোপাসের বাঁধন খুলে গিয়ে সাহারার শকুনের তীব্র চিৎকার
এখন আর ওদের অপেক্ষা করতে হয় না,
বন্য জন্তুর থেকে মানুষের সংখ্যা অনেক, অনেক বেশি।
মস্তিস্ক আর মেলাতে পারছে না দুচোখের প্রতিবিম্ব’কে।
মহাদেব আজ আর তুমি একা নও!
আজ আমরা সবাই বিষবাষ্প পান করে নীলকন্ঠ।
মেঘের গর্জনে আকাশবাণী শুনি প্রায়দিনই
‘এইভাবে চললে তুমি সমূলে ধ্বংস হবে, তুমি সমূলে ধ্বংস হবে।’
তবুও রাস্তার পাশে অনেকেই মা হয়,বাবা হয়না কেউ’ই।।