চিরবিদায়
অজস্র বুনোফুল ফুটে রয়েছে রাস্তার ধারে। এই প্রখর রোদে মানুষ টি হেঁটে যাচ্ছে ঘর্মাক্ত কলেবরে, কাঁধে একটি ব্যাগ। সেই ব্যাগের ভেতর কি যে আছে শুধু তিনি জানেন। মাঝে মাঝে পথের মাঝে থেমে ব্যাগের চেন খুলে ভেতরে কিছুক্ষণ তাকিয়ে থাকেন । আবার শুরু হয় পথচলা। হঠাৎ একজায়গায় থমকে দাঁড়িয়ে ব্যাগের ভেতর থেকে একমুঠো বকুল ফুল তুলে ছড়িয়ে দেন রাস্তার কিনারে ,যেখানে আজ থেকে দশ বছর আগে তাঁর একমাত্র সন্তান অ্যাকসিডেন্টে প্রাণ হারিয়েছিল ।
এক মূহুর্তে লরির চাকা পিষে ফেলেছিল তাঁর পনের বছরের কিশোর সন্তানের কোমল শরীরটাকে ! বিধ্বস্ত পিতা সন্তানের লাশ সনাক্ত করতে গিয়ে সেদিন এতটুকু কাঁদেন নি। শুধু স্কুল ব্যাগ থেকে কিছু বকুল ফুল পেয়ে মানুষ টি বুঝতে পেরেছিলেন তাঁর জন্য বকুল ফুল নিয়ে স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে তাঁর মাতৃহারা স্নেহের ধন চিরতরে বিদায় নিল কাউকে কিছু না জানিয়েই। নিয়তির পরিহাস মানুষ টাকে নীরব করে দিয়েছিলেন সেই দিন থেকে।