ওগো নীলাকাশ তুমি রোজ থেকো নীল শাড়ী খানি পরে,
অচিরেই আমি তোমাকে আবার দেখবো নতুন করে।
ভাল থেকো পথ দিঘি জলাশয় যত খোলা প্রান্তর,
শত্রু বিনাশ করে দিতে আয় ও কাল বোশেখী ঝড়!
প্রমোত্তা নদী বেগে ছুটে যাও সাগরের আহ্বানে,
বলো নদী কবে পাল তুলে নাও যাবে গো ভাটি’র টানে।
ওরে ফুল কুড়ি স্বপ্নের ঘোরে দেখেছি তোদের হাসি,
বহুদিন পরে স্পর্শ সুখে হলো ভাল বাসাবাসি।
ভাল থাক সব ভোমরা অলি’রা ঘাস ফড়িং এর দল,
অচিরেই এসে সবে মিলেমিশে করবো যে কোলাহল।
পাখ পাখালিরা আর কটা দিন আসবো তোদের কাছে,
ছড়িয়ে ছিটিয়ে খেতে দেবো ধান আমার যেটুকু আছে।
ভাল থেকো সব বন্ধু সুজন দেখা নেই কত দিন,
অতীতের স্মৃতি সেভাবে’ই আছে মন মাঝে অমলিন।
আমাকে না দেখে তোর চোখ আজো জলে ভরে বনলতা?
দেখা হলে পরে সোহাগে জড়াবি ভুলতে মনে’র ব্যথা?
আজ কানে কানে সময় বলেছে, শুভ দিন এলো দোরে,
পূবের আকাশে উজ্বল রবি উঠবে’ই রাঙা ভোরে!
বন্ধু স্বজন সব ভালো থেকো হাসুক বসুন্ধরা,
দুর্দিন গিয়ে সু’দিন আসুক কেটে যাক ব্যধি জরা।