তুই সেদিন চুপিচুপি অন্ধকারে
এসেছিলি বলতে গোপন কথা
কোথায় যে তুই নিরুদ্দেশে চলে গেলি
আমি ভাবলেই পাইরে ভীষণ ব্যথা।
ফুল বাগানে চলত যে লুকোচুরি
আড়ি ভাবের মনখারাপী খেলা
খুনসুটি ও দুষ্টুমিতে সমান ওস্তাদ
খেলাচ্ছলে কাটত মোদের বেলা।
আমায় ছেড়ে হঠাৎ চলে গেলি সখা
তোরই জন্যে পরান পাখি কাঁদে
তাইতো ভাবি কোথায় গেলে পাব খুঁজে
আজো তোকে দেখি তোদের ছাদে।
অন্তরাত্মা বলে আছিস অচিনপুরে
শিশুবেলা হারিয়েছে ওরে?
দুজনেই যে বড়ো হয়ে গেছি আমরা
ভীড়ের মাঝে চিনব কেমন করে!
তুই কি আগের মতন বুড়ো আঙ্গুল চুষিস
জ্বলজ্বল করে কপালের লাল আঁচিল
অনেক অনেক কথা মনে পড়ে সখা
উফ দুজনার মধ্যে কেন পাঁচিল!
দিনের শেষে অন্ধকারে ধাপ্পা খেলবি
তাড়াতাড়ি বন্ধু আয় রে চলে
শৈশব যৌবন বার্ধক্য যাক এবার মিলবই
পরপারে বকুল গাছের তলে।