আজও খুঁজে চলি ছাইচাপা আগুনের উত্তাপ,
বুকের ভেতর লুকিয়ে আছে সহস্র কুঠুরি,
অজস্র বাঁকে আছে সমুদ্র,
আছে ঝিনুকের গোপন কথা,
তৃষ্ণার লবণাক্ত জল মিশে অজান্তে,
চোখের জলে পড়ে পরিপূর্ণ জলছাপ…..
নুপুর নিক্কনে এসেছ কাছে যতবার,
মিথ্যে আমিত্বে হোঁচট খেয়েছি অহর্নিশ,
নিখাদ শরীরে জমেছে এতো ধূলিকণা,
তবু হৃদয়ের অলিন্দে তোমার রূপকথার জ্যোৎস্না,
ভিজে চলি অন্তঃস্থল অদৃশ্যে অবলীলায়….
নিখুঁত সংলাপে উত্তাপের আঁচে সাজাই বিন্যাস,
উষ্ণতা কাতুরে মন ছুঁয়ে যায় অনুভবে,
ইচ্ছে হলে চলে এসো একই ছায়াপথে,
সম্পর্কের শীর্ষবিন্দুতেই নিশ্চিত রবে অটুট বিশ্বাস……