রোদে পুড়ে বৃষ্টি ভিজে চাষি করে চাষ,
যতন করে ফসল তরে মনে শতেক আশ।
ঘেমে নেয়ে লাঙ্গল চালায় মাথায় প্রখর রোদ,
ফসল উঠলে মহাজনের ঋণটা হবে শোধ।
পান্তাভাতে লঙ্কা ডলে খেয়েই চাষি ধায়,
বীজ রোপনের কাজটা সেরে ঘরের পানে যায়।
একটু একটু করে যখন বীজ থেকে গাছ হয়,
চাষির মুখে হাসি ফুটে স্বস্তির হাওয়া বয়।
মাঠে ভরে উঠলে ফসল চাষির মনে সুখ,
ফসল বেচলে অভাব ঘরে মিটবে কিছু দুখ।
মহাজন আর আড়তদারের মেটাতে যে ঋণ
চাষির সকল স্বপ্ন নাশে কষ্টে কাটায় দিন।
নানারকম ফসল চাষির করে বারো মাস,
একটু সুখে রাখতে সবে জাগে স্বপ্ন রাশ।
নিরলসে চাষির শ্রমে বাঁচে সবার প্রাণ,
বেঁচে থাকার রসদটা যে চাষি ভায়ের দান।
দেশকে করে উন্নত যে তাঁদের শ্রমের ফল,
চাষিরাই যে দেশের সম্পদ তাঁরাই দেশের বল।
চাষি ভায়ের শ্রমের দানে সবাই করে রাজ,
নায্য দামটা দাও না ওদের যদি থাকে লাজ।