রমজান মাসটা আত্মশুদ্ধির
সব মুমিনে জানে,
রোজা রেখে নামাজ পড়ে
রবের নামে ধ্যানে।
সেহরি খেয়ে রাখলে রোজা
সারাটি মাস ধরে,
মহান রবের নামের আলোয়
চিত্ত উঠবে ভরে।
মনের কলুষ দূর হয়ে যায়
রোজার পূণ্য ফলে,
অতিথি মাস রমজান এসে
বাড়ায় মনের বলে।
ঈদের চাঁদে দেখে সবে
নতুন জামা পরে,
সেমাই মিঠাই পোলাও কাবাব
খাবে মনটি ভরে।
রোজার শেষে ঈদের খুশি
যাকাত দিয়ে করো,
অন্ন বস্ত্র দাও গরিবে
পূণ্যে মনটি ভরো।