বিজয় এলো দেশের বুকে
মুক্তি সুখে পেলাম জয়,
শৃঙ্খলমুক্ত বাংলা মায়ের
কাটলো রাহুর ভীষণ ভয়।
জীবন পণে যুদ্ধে লড়ে
স্বাধীন হলো মোদের দেশ,
লাল সবুজের নিশান দেখে
সবার মুখে খুশির রেশ।
তিরিশ লক্ষ প্রাণের দান যে
ইতিহাসের পাতায় রয়,
শহিদ রক্তে বাংলার বুকে
স্বাধীনতার বার্তা বয়।
বাংলা মায়ের দামাল ছেলে
তাজা রক্তে ভাসে পথ,
সে পথ ধরেই আসলো ধেয়ে
স্বাধীনতার স্বর্ণ রথ।