বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার মা
বাংলায় আমি প্রকাশ করি আমার যন্ত্রনা !
বাংলার নদী বাংলার গ্রাম আমার হৃদয় জুড়ে
ভালোবাসি আর গান গেয়ে যাই বাংলা মাটির সুরে ।
বাংলার কবি রবীন্দ্রনাথ সুকান্ত নজরুল
সত্যন্দ্রনাথ যাদুকর হয়ে ছন্দে ফোটালে ফুল ।
বাংলা আমার প্রাণের ভাষা প্রেমের আর এক নাম
হরষে আজিকে বাঁধন হারা হিন্দু মুসলমান !
বাংলায় পড়ি অ আ ক খ বাংলায় হাসি খুশি
বাংলা ভাষা আমার রক্তে মিষ্টি সে মৌ-টুসী ।
বাংলাই হবে একক ভাষা একক প্রাণ ও মন
আসুক প্রলয় ঝড় ঝঞ্ঝা ঘটুক অঘটন !
বাংলা ভাষার আড়ম্বরেই বাঙালীর জয়গান
ছায়া সুনিবিড় শান্তশিষ্ট তরুনিমা অভিমান ।
বাঙালী হিসাবে গর্বিত হই ধুত্তোর পরভাষা
চিরন্তনীর তৃণাঙ্কুরে ‘বাংলা’ বেঁধেছে বাসা ।
যেখানেই যাই বাঙালী হিসাবে যথেষ্ট আকুলতা
উৎকর্ষতা আদ্যোপান্ত বাংলায় কই কথা ।
পৃথিবী জুড়ে যত ভাষা থাক শ্রেষ্ঠ বাংলা ভাষা
অলংকার আর জ্ঞানাঞ্জনে সার্থক ভালোবাসা ।
বাংলা মায়ের সংগ্রামে হল প্রাণের বলিদান
সালাম বরকত্ জব্বারকে বিশ্ব দিয়েছে মান ।
সুনামীর মতো আছ্ড়ে পড়ুক বাংলা ভাষার জয়
যত বাধা থাক লঙ্ঘিব সবে বসুধা বাংলা ময় !