বীভৎস ভয় আরো অনেক ভয়ের গর্তে মিয়ে মিয়ে
শীতার্ত শিহরিত রাতে -দুর্লভ বেঁচে থাকা
অসহায় ঘোড়াদের সাথে কিছুকাল।
রোমাঞ্চ ছুঁয়ে থাকে ভালবাসার নির্জন দ্বীপে ,
সম্পূর্ণ একাকী দর্পণকে সাক্ষী করে
হিসেব কষে চলি পাকা খেলুড়ের মতন ,
কপট লাভ ভরাডুবির থেকে কি কিছুটা ভালো?
ভীতির ডানায় ভর দিয়ে
এলোমেলো রাস্তায় বাতাসের শুনি আর্তনাদ।
চমকায় অশান্ত সাগর-
একেকটা ঢেউ আছড়ে পড়ে তপ্ত বেলাভূমিতে
-উথাল-পাথাল,বিষণ্ন চক্রব্যূহে বাঁধা সময়।