তুই না এলে কার কপালে
ফুটবে দোদুল দোলের মুকুল
বসন্ত ফুল
সুর বাঁশিতে !
তুই না এলে কার গলাতে
ডাকবে কোকিল , এক সোনাবিল
ওষ্ঠে ফেনিল
তোর হাসিতে !
সেই তো এলি হরপ্পা রঙ
জেগেই আছে , রাখিস কাছে
তমাল গাছে
কৃষ্ণ আঁকিস ।
আজকে তবে জ্যোৎস্না হবো
পূর্ণিমা চাঁদ , এইটুকু সাধ
ঢাক পরমাদ
স্বপ্ন ঢালিস ।