প্রতিনিয়ত মিথ্যে প্রতিশ্রুতির আড়ালে পেয়েছি উপেক্ষার ভাষা,
কাঁটাময় কাণ্ডের মাঝে আমি প্রস্ফুটিত বৃন্তরূপে বাঁধি বাসা l
তোমার দৃষ্টিতে আমায় উপেক্ষাময় যে ভয়ানক বিষ,
সেই বিষই আমার কাছে ছিল অমৃত সদৃশ l
তোমার উপেক্ষার বার্তায় শূণ্য মোর হৃদয়দেশ,
নগ্ন শিশির কণা রূপে অশ্রু সিক্তময় পরিবেশ l
প্রতিটি রাত্রি তোমার প্রত্যাখানের সহিত মোর সহবাস,
আমি বুঝি,আমায় তিলতিল করে দিচ্ছে মৃত্যুর আভাস l
নিমগ্ন চিত্তে প্রত্যাখানের ভাষায় আমার সর্বশরীর জীর্ণ,
হৃদয় অন্তরে প্রতিনিয়ত কান্নার বলয় বিবর্ণ,বিদীর্ণ l
ভালোবাসা নাপেয়ে পাহাড়সম কঠিন এ হৃদয়,
আঁখি হতে ঝরে অশ্রু যাহা বহু প্রত্যাখানের সঞ্চয় l
আমার লেখার মাঝে তোমার উপেক্ষার ভাষা রয়েছে নেপথ্যে,
কোনো এক সময় জীবিত ছিলে আমার জীবনের সত্যে l
আজ কেনো এ হৃদয় অবৈধ সম্পর্কে আবদ্ধ… জানো?
বৈধ সম্পর্কের উপেক্ষার আঘাত নিবারণের ভাষা পারলে খুঁজে আনো l
এখনো পাতাঝরা উদাস হাওয়া করে জ্বালাতন,
পবিত্র ভালোবাসার ছোঁয়ায় ঘটবে উপেক্ষার পতন l
অপলকে সয়ে যাই হৃদয় বিদীর্ণ উপেক্ষার ঘাত -প্রতিঘাত,
সয়ে সয়েই কেটে যাচ্ছে সীমাহীন সকল অগোছালো রাত ll