তুমি বলেছিলে, অন্য নামে ডেকো আমায়
তাতে যেন থাকে কবিতার ছোঁয়া
তোমার জন্য ভাবতে বসে যখন আমি আনমনা,
বসন্তের বাতাস এসে কানের কাছে ফিসফিসিয়ে
বলে গেল, ” দিস্ তারে তুই আমারই নামখানা;
দখিনা বাতাস বলিস তারে !”
এই না শুনে কৃষ্ণচূড়া রেগেই আগুন
রক্তে রাঙা মুখটি হল আগুন রাঙা!
গম্ভীর গলায় বলল ডেকে,” আমি আছি কিসের তরে,
কৃষ্ণচূড়া ডাকিস তারে!”
কোকিল ছিল খোসমেজাজে, বসে গাছের ডালে।
মিষ্টি সুরের গান থামিয়ে হঠাৎ ডেকে বলল আমায়,
” আমার কথা ভুললে তুমি কেমন করে!
কোকিল নামটা বেশ মানায় তারে,
কোকিল বলেই ডেকো তারে!”
এখন আমি কোন নামেতে ডাকি তোমায় !
কূল পাইনা ভেবে ভেবে!
দখিনা বাতাস, কৃষ্ণচূড়া, কোকিল- এদের কার কথা শুনব আমি !