আদিগন্ত নীল সকালে
আমৃত্যু শ্বাস ভিজবো বলে’
আকন্ঠ শোক পান করেছি ।
পান্না সুখে ডুববো বলে’
সুদীর্ঘ ঘুম জমিয়ে পাতায়
শ্বাস শেকড়ে রস ঢেলেছি ।
নিভতে নিভতে নেভার নেশায়
পুড়তে আমার ভালোই লাগে ,
নীরব আগুন পোড়াও পুড়ি !
জাগতে জাগতে ক্লান্ত তারা
স্থবির সুখে কুয়োয় ভাসে ,
রম্য রজ্জু , ওড়াও উড়ি ।
আনন্দে ফুল ফুটবো বলে’
ঘৃণার শোকে মুষড়ে মরি ,
যেমন দৃশ্য তেমনি সাজাও
আস্তে ফোটাও , আস্তে ঝরি !