আমার ক্লান্তি মাখা আঁখি শুধু দেখে তোমার স্বপ্ন,
আদর খানি মেখে নিশ্চিন্তে হবো নিদ্রায় মগ্ন l
সকল শৃঙ্খলের বাঁধন খুলে মেটাই সুখের আশ,
আমার হৃদয় মাঝে কেবল ই তোমার বাস l
স্বপ্নের রঙিন ক্যানভাসে সাজাই আলপনা ,
তোমাকে ছুঁতে চাওয়ার অক্লান্ত কামনা l
মনের আঙিনায় নেমেছে এক পশলা সুখ বৃষ্টি,
হৃদয়ে তাই তো ভালোবাসার জোয়ারের সৃষ্টি l
স্বপ্নিল চোখে স্বপ্ন উড়ে বেড়ায় অজানা পথে,
আসো আজ হারাই দুজনে একসাথে ll