খুব ইচ্ছে করে জানিস ,
নিরুদ্দেশে পাড়ি দিতে ।
একদিন খুব ভোরের বেলা ,
চুপটি করে আলতা রাঙা পা’য় ,
হারিয়ে যাব দূরে ,ওই নীহারিকায় ।
চোখ খুলে যখন দেখবি আমি নেই ,
জানি মনে মনে বেশ খুশিই হবি !
ভাববি আপদটা বিদেয় হয়েছে ,
আর জ্বালাবার কেউ নেই ।
আর কারো বায়না নেই ,
ঝক্কি নেই মান ভাঙাবার ।
আর কেউ বিরক্ত করবে না ,
কাজের মাঝে যখন তখন ।
মাঝরাতে ঘুম থেকে তুলে ,
বলবেনা আইসক্রিম পার্লারে
নিয়ে যাবি ?
মন খারাপ হলেই তোর বুকেতে
মাথা রেখে সোহাগী কন্ঠে বলবেনা ,
আমায় পাহাড় দেখাবি ?
পাহাড়ের ঐ সরু রাস্তা ধরে ,
দুজনে একসাথে হেঁটে যাবো ।
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ,
চিৎকার করে বলবো ,
ভালোবাসি , ভালোবাসি ।
কোনো এক ঝলমলে সন্ধ্যায় ,
হাতে হাত রেখে সমুদ্রের নোনা জলে ,
যদি ফিরে আসে অনুভূতি ,
পুরানো প্রেম ধরা পড়ে এসে ,
নবরূপে নব প্রেমজালে ;
লুকিয়ে দেখবো তারার ফাঁকে ,
শরীর জুড়ে ছায়ার অভাব,
একলা আপনমনে ।