সেদিন পাহাড়ের চূড়ায় উঠেছিলাম জানিস!
এখন আর উচ্চতাকে ভয় পাই না….
সময় সত্যি বড় শিক্ষক !
তুই ছেড়ে না গেলে হয়ত কখনো,
জানতেই পারতাম না |
সমস্ত সত্তা জুড়ে ছিলিস তুই |
সবটুকু ভালোবাসা আর আদর জুড়ে ,
ছিলো তোরই বসবাস |
সময় যে বাঁধ মানে না ,
এগিয়ে চলে আপনা হতে ……
একলা ঘরে জ্যোৎস্না মাঝে ,
নিঝুম নিশির ডাক ,
চারিদিকে তাকিয়ে দেখি ,
মৃত্যুর পাতা ফাঁদ |
দুচোখে আজ ঘুমের চাদর ,
ক্লান্ত শরীর মন ,
পাড়ি দেবো অচিনপুরী ,
ভাবছি অনুক্ষণ |
সাজাই ভেলা মনের সুখে ,
ছড়িয়ে ফুলের সুবাস ,
আজ যে আমার মৃত্যুর সাথে ,
গোপন সহবাস……..