আজও আর্তনাদ বাজে দেশের সীমান্তে!
ভেসে আসে পোড়া বারুদের গন্ধ!
রক্ত মাংসে গড়া ছিন্ন মানবশিরা হতে
বয়ে চলে অন্তহীন রক্তধারা-
সময়ঘড়িটা তবু টিকটিক চলে!
রক্তপিপাসু যুদ্ধবাজেরা আজও উড়িয়ে চলে
রক্তভেজা নিশান!
দূর হতে ছুঁয়ে দেখি অগ্নিবর্ষণে রক্তশুষ্ক সীমান্ততল
আজও সেখানে নীরবে কাঁদে পাষাণচক্ষু নরআত্মারা!
সময়ঘড়িটা তবু টিকটিক চলে!
দূরে যাও হে রক্তপিপাসু যুদ্ধতৃষ্ণা
দীর্ঘ বিনিদ্র রজনী যাপনের পর একটু নিদ্রা যাক অতন্দ্র প্রহরীরা-
নিশ্চিন্তে ঘুমাক সীমান্তবাসী আর দেশবাসীরা-
ভোরের আকাশে ডানা মেলুক শত শত সাদা পায়রা।