কোন পাহাড়ি ঝর্ণা তুমি অঙ্গে ঝরাও রূপের ধারা
ছন্দে ছন্দে কি সুর বাজাও বিভোর যে হয় নয়নতারা!
সবুজ নেশায় মাতাল মনে রঙ জাগালে হে রূপসী
তোমার খোঁজেই ক্ষুধার্ত মন আজন্মকাল থাক উপোসী।
স্নিগ্ধ দু’চোখ মেঘ খেয়া বয় লাজুক অধর কাঁপছে ঐ
জনম আমার ধন্য হত তোমার যদি হতাম সই!
শুভ্র আঁচল ব্যর্থ হল আগল দিতে যৌবনে
মনভ্রমরার লুকোচুরি তোমার ছোঁয়ায় মৌবনে!
ঢেউ খেলানো চঞ্চলা রূপ ঘুমভাঙানি ভোরের পাখি
তোমায় দেখেই পারিজাতের জ্বলছে যেন ঈর্ষার আঁখি!
তোমার টানে যাই ছুটে মন ছাড়িয়ে সময় কালের বাঁধন
ক্লান্ত ঘরে থাক পড়ে থাক মনখারাপের নীরব কাঁদন।