তেরঙা নিশানে দিকে দিকে আজ পূজিত ভারতমাতা
জাতপাত ভুলে সব দেশবাসী আজকে আপন ভ্রাতা।
ঐক্য সূত্রে কোটি দেশবাসী রচি বন্দনা গীতি
সংহতি গাঁথা মিলনমালায় বিলাবো ভ্রাতৃপ্রীতি।
দেশ জননীর স্নেহাঞ্চল আজ সাজুক স্নিগ্ধ সাজে
ঘৃণা-মলিনতা-স্বার্থ-হিংসা ঘুচে যাক সবই লাজে।
বীর শহীদের জয়োধ্বনীরা ছুটুক পবনভেদী
অন্তরে জ্বালা ভক্তিশিখায় পূজিব শহীদবেদী।
বিভেদ কালীমা যাক ঘুচে সব নবজাগরণ আলোকে
ত্যাগ করে সব ব্যধি-ব্যাভিচার বরণ করি ভালোকে।।