অনুভূতি আদান-প্রদানের খাঁচায় আজ পড়েছে জং,
স্বার্থপরায়ণ সম্পর্কগুলো রঙিন আবেশে এক একটা সং l
ডাকবাক্সে সঞ্চিত আজও পুরোনো প্রেমের গন্ধ,
সোশ্যাল মিডিয়ার ভিড়ে ব্যস্ত সমাজ,চিঠি লেখা বন্ধ,
মন কেমনের নীল খামে আজ জমেছে একাকিত্বের ঝুল,
কষ্টহীন মনের কোণে,বার বার ধরা পড়ে অজস্র ভুল l
হোয়াটস্যাপ,ফেইসবুকময় অভিনয়ের রঙিন নিদর্শন,
ডাকবাক্সে বন্দি অনুভূতিগুলোর আজ হয়েছে বিসর্জন l
অবহেলিত, নিস্তব্ধ,ক্ষত বহমান পতিত ডাকবাক্স,
ভালোবাসাগুলো সযত্নে জমতো প্রতিদিন প্রায় একশো l
প্রকৃতি ও মানবের চরম অবজ্ঞায় এ যেন অচেনা কোনো মাধ্যম,
হৃদয়ালয়ের অনুভূতি প্রকাশের ডাকবাক্সের নেই ব্যতিক্রম l
অশান্ত মন চিঠির অপেক্ষায় আজ রয় না পথ চেয়ে,
ভালোবাসাহীন শূন্য হৃদয়ে কামনার কালো মেঘ ছেয়ে l
উচ্ছিষ্টের ন্যায় পতিত রঙিন খাম রাজপথের ধারে যত্রতত্র,
আজ ইতিহাসে প্রোথিত ডাকবাক্সের অনুভূতির পত্র l
মনের মাধুরীর ঘ্রাণে রঙিন খামে মোড়া ভালোবাসার কথা,
ডাকবাক্সের করুণ পরিণতি দেখে হৃদয়ে জাগে ব্যথা l
ব্যস্ত জীবন ধারায় সেল ফোনেই আবদ্ধ সম্পর্কের ডোর,
অপেক্ষায় রইলাম, ফিরে পাবো অনুভূতির কদরপ্রাপ্ত ভোর l