এই প্রিয় পৃথিবী ছেড়ে যারা চলে যায়,
থাকতে চাইলেও থাকতে না পারার আক্ষেপ
ঘোরে ফেরে,আপনজনদের ক্রন্দন ধ্বনিতে।
আঁকড়ে থাকা হাজারো রঙিন স্মৃতি,
মনখারাপের বিষন্ন চাদর ঢেকে ফিসফিসিয়ে
জানান দেয়, এভাবেই পথ ছেড়ে সরে দাঁড়াতে
হয় আগামী প্রজন্মদের জন্য…।
ডানা ঝাপটানো মন ব্যাকুলতার ঘন কুয়াশা,
নিমগ্ন হয়ে আঁকে একাকিত্বের আল্পনা.…!
একবুক শুন্যতারা উদাসী মনের চোরাকুঠুরিতে ভিড় জমিয়ে নীল আকাশের সামিয়ানায় খোঁজে
টুপ করে পাতাখসার মতো ঝরে যাওয়া প্রিয়জন।
ড্রয়িং রুমে চন্দন সুবাস আগরবাতি,স্মৃতি চারনায়,
জেগে ওঠে রজনী গন্ধার মালা,হাসি মুখ ছবি।
মনের অলিন্দে কড়া নেড়ে চেনা কন্ঠ বলে…
“এই তো আছি এই সংসার,চেনা ঘর উঠান ,
রান্নাঘর সবেতেই লেপ্টে আরও বেশি জুড়ে..!জাগতিক নিয়মের বেড়াজালে নশ্বর দেহ ছেড়ে,
তবে সংসারের মায়া ত্যাগ সত্যি এত সহজ নয়!
মরেও বেঁচে আছি আজও অলক্ষ্যে ,
সুখ দুঃখ মুহূর্তের সাক্ষী হয়ে!