ঘরের মধ্যেই আশু বিপদ
অজান্তেই ভাঙ্গনের ডামাডোল
মুর্গির খাঁচায় স্বপ্ন দেখতেই ভয় করে-
আচমকা জবাইয়ে প্রাণ বায়ুর নির্গমন।
নিশ্চিন্তির ঘুমও আর আসে না
সারারাত প্রায়-ই জাগরণ
তপ্ত লৌহ শলাকা বিদ্ধ পিছনে
মৃত্যুর ভয়ে কাঁদে শুকর ঘরময়।
চেতনার ধারা বেআব্রু লোভের ধর্ষণে ক্লান্ত
কুৎসিত মুখে মুখোশ পরিয়ে-
চলে চিরন্তন দিগদর্শন
আত্মপ্রচারের কোলাহলে মিথ্যার বর্ষণ।
নিত্যনুতন ন্যায়- নীতির গুঞ্জন ওঠে
ছোট- বড়োর বাজারে মাত্রাধিক আস্ফালন
ইতিহাসের পাতায় অবিচ্ছেদ্য সম্পর্কের
বাস্তবে রমণীয় বিচ্ছেদের অবতরণ।
বুকের শোভায় বাজার মাত
সাড়ম্বরে পোস্টারে চলছে বিজ্ঞাপন
বিবেক-আদর্শ বেচার অর্থাগমে –
আজ বিলাসিতার বিশাল আয়োজন।