দায়মুক্তি ঘটেনা কখনোই এক জীবনে,
বাহ্যিক দায় আশ্রয় নেয় চিন্তনে,
ভাবনাদের দৌরাত্ম্য চলে মনে মনে;
বলো তাদের ঔদ্ধত্য কমাবো কেমনে?
নির্বিকার চিত্ত থাকুক না সংগোপনে।
মাঝে মাঝে অসহায়তা ঘিরে ধরে,
অতীত হাতছানি দেয় বারে বারে,
ভালবাসা যখন আশা হয়ে ঝরে-
নিশ্চিন্ত বর্তমানকে সেইই বিব্রত করে;
তবুও আশায় আশায় মরে ঘুরে।
প্রতিদান প্রাপ্তির আকাঙ্ক্ষা করলে ত্যাগ,
অপ্রাপ্তির নিরিখে মুক্তি পায় রাগ,
জীবন নয় যোগ-বিয়োগ গুণ ভাগ,
এই সত্য ঘোচায় সব বীতরাগ;
ভোলো দায়, দায়িত্ব, দায়বদ্ধতার বিভাগ।।