আজ এই জীবনের গোধূলি বেলায়-
জানিনা কোথায় যে খুঁজবো তোমায়,
ঋতুবৈচিত্র্য কতো যে খেলা দেখায়;
শুধু তোমার স্মৃতি রক্ত অশ্রু ঝরায়।
হয়তো হারিয়ে গেছো হৈমন্তী কুয়াশায়,
সকালের সোনা রোদ একা ফিরে যায়,
অদৃশ্য বেদনারা ফিসফাস করে হায়;
বন্ধু!তুমি বন্দী বলো কোন জেলখানায়!
একা একা কষ্টের সমুদ্রেতে স্নান,
জানি বন্ধু,এ সবই নিয়তির দান,
তবু সমব্যথী তাই খুঁজছি আপ্রাণ;
ফিরে পেতে চাই যে হারা সম্মান।
একদিন এ জীবনে নামবে আঁধার,
সেই সত্য বুকে খুঁজি তাই বারবার,
এ জন্মে যদি মিলন না হয় সাকার;
পরজন্মে বন্ধু যেন দেখা পাই তোমার।
অতৃপ্তি থাকলে ধরায় জন্মাবো আবার,
শঙ্খচিলের ডানার আড়ালে লুকোবার-
আসবে তবে সময় দূরত্ব এড়াবার;
বন্ধু! তখন তুমিই আমার- আমি তোমার।।