আজও কানে বাজে মায়ের সেই কান্না
অপেক্ষায় ছিলাম কার্গিলের থেকে ফিরবে বাবা
রঙ খেলব বাবার সাথে ভাই বোনে
মা গুনগুন করে গান গাইছিলেন
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে
আমরা বাবা আসার প্রতিক্ষায় ছিলাম
মা সব জানতেন বাবা আর ফিরবে না
তবুও আমাদের বলছিলেন রঙ খেলে নে তোরা
আমাকে আবির রঙ মাখাবি না
আমাদের গান করে মা মাতিয়ে রেখেছিলেন
তারপর কাতারে কাতারে লোক আমাদের বাড়িতে
ভাবলাম বাবা আসবেন তাই সবাই রঙ খেলতে এসেছেন
নামানো হলো গাড়ি থেকে জাতীয় পতাকায় মোড়ানো কফিন
ভাই বোনে বলেছিলাম ঐ বাক্সতে রঙ আছে বুঝি!!
মা কে বলি একটা বড় বাক্সে রঙ এসেছে
তখন মায়ের চিৎকার করা কান্না শুরু হয়
অবুঝ ভাই বোনে গান ধরি রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে..।।
বাক্স থেকে রঙ না রক্তে রাঙানো বাবাকে
নামানো হয়।